পুরুলিয়া 22 মার্চ : গ্যাসের পাইপ লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ এলাকাবাসীদের(Protest Against Gas Pipe Line) ৷ পুরুলিয়া ২ নম্বর ব্লকের সুরুলিয়া এলাকার বেশ কিছু জমিতে ওই পাইপ নিয়ে যাওয়া হচ্ছে ৷ জমি মালিকদের অভিযোগ, চাষযোগ্য জমিতে বিনা অনুমতিতে গ্যাসের পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে ৷ তাঁদের বক্তব্য, পাইপ লাইন যাক, তবে চাষযোগ্য জমিতে নয় ৷ পুকুর পাড় দিয়ে বা চাষের অযোগ্য জমি এলাকাগুলি দিয়ে যাক ৷
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "বিষয়টি জেলার ভূমি দফতর আধিকারিককে জিজ্ঞাসা করুন " ৷ পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিডিও দেবজিৎ রায় এই প্রসঙ্গে বলেন, " নির্দিষ্ট নিয়ম মেনে সব কিছু হচ্ছে ৷ এই বিষয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আগেই ৷ শুনানিও হয়েছে । আসলে সমস্যা হচ্ছে অনেকেই যারা বাইরে থাকেন তাঁরা ওই ব্যাপারটি না জেনে জমি কিনেছেন, তাঁরাই কিছুটা আপত্তি করছেন ৷ কিন্তু সব কিছু নিয়ম মেনেই হচ্ছে । আর কোন জায়গা দিয়ে পাইপ লাইন যাবে তা জমি মালিকদের ডেকে দেখানোর কাজ চলছে ।"