পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Life imprisonment in Child Murder Case : প্রেমের পথে কাঁটা! আট বছরের শিশু কন্যাকে খুন, যাবজ্জীবন সাজা প্রেমিকের - Purulia Child Murder Case

প্রেমের পথে কাঁটা হওয়ায় খুন করা হল 8 বছরের শিশু কন্যাকে (Child Murder Case) ৷ প্রেমিককে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দিল আদালত (Purulia Court) ৷

Life sentence to murderer of eight year old child in Purulia
Life sentence to murderer of eight year old child in Purulia

By

Published : Sep 29, 2022, 9:04 AM IST

Updated : Sep 29, 2022, 10:01 AM IST

পুরুলিয়া, 29 সেপ্টেম্বর: বছর চারেক আগে প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়ানোয় আট বছরের শিশু কন্যাকে খুন করে ঝাড়খণ্ডের নিমডি থানার বাসিন্দা জিরু মাহাত নামে এক যুবক । এই ঘটনায় পুরুলিয়া জেলা আদালতের (Purulia Court) বিচারক প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ও 20 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন (Life sentence to murderer of eight year old child) । অনাদায়ে আরও এক বছরের সাজা ।

জানা গিয়েছে, জিরু মাহাতোর সঙ্গে কেন্দা থানার কোনাপাড়া গ্রামের বাসিন্দা শশাঙ্ক মাহাতোর স্ত্রী মিলনী মাহাতোর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ছিল । কিন্তু শশাঙ্ক মাহাতো বিষয়টি জেনে ফেলায় বেকায়দায় পড়ে জিরু মাহাতো । সে কোনওভাবে তার প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না । এরপরই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে জিরু ।

অভিযুক্ত প্রেমিককে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দিল আদালত

পুলিশ জানিয়েছে, সে 15 জুলাই 2018 সালে গভীর রাতে শশাঙ্ক মাহাতোকে খুন করার জন্য তার বাড়ির ছাদে ওত পেতে ছিল । কিন্তু শশাঙ্কর ঘরের দরজা বন্ধ থাকায় তাঁকে না পেয়ে দিদিমার সঙ্গে শুয়ে থাকা তাঁর মেয়ে পার্বতীর গলা ছুরি দিয়ে কেটে খুন করে ফেলে জিরু । এরপরে দৌড়ে পালানোর সময় তাকে মেয়েটির দিদিমা ও গ্রামের মানুষজন দেখে ফেলে । পরে পার্বতীর দিদিমার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে (Purulia Child Murder Case) ।

আরও পড়ুন:ডাইনি অপবাদে এবার জরিমানা লাখ টাকা, অনাদায়ে প্রাণনাশের হুমকি

খুনের ঘটনার তদন্তকারী অফিসার বাপন মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন সরকারি আইনজীবী গৌতম চট্টোপাধ্যায় । এই ঘটনায় গ্রামের মানুষও তদন্তে সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। তবে মিলনী মাহাতো নামে ওই মহিলা ঘটনার আগে থেকেই নিখোঁজ রয়েছেন ।

Last Updated : Sep 29, 2022, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details