পুরুলিয়া, 4 মে :বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ল বরযাত্রী ভর্তি বোলেরো গাড়ি (Bolero Car accident death in Purulia) । বুধবার ঘটনাটি ঘটেছে লালপুর-পুঞ্চা রোডের ন'পাড়া গ্রামের কাছে । এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
জানা গিয়েছে, বুধবার ভোরে পুরুলিয়ার হাতুয়াড়া থেকে বোলেরো গাড়িতে করে ফিরছিলেন চালক-সহ প্রায় 10 জন বরযাত্রী । মাঝপথে পুঞ্চা থানার ন'পাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ছাতিম গাছে ধাক্কা মারে গাড়িটি । ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বোলেরো । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালিকার । গুরুতর জখম 4 জন বরযাত্রী ।