পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমার স্বামী অমর", মালা সরিয়ে কান্নায় ভেঙে পড়লেন হত জওয়ানের স্ত্রী - last respect martyred jawan

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন পুরুলিয়ার কানাই মাজি ৷ শহিদ CRPF জওয়ানের দেহ ফিরল রঘুনাথপুরের লাছিয়া গ্রামে ৷ শোকার্ত স্ত্রী, পরিবার ও গ্রামের বাসিন্দারা ৷

papia
পাপিয়া মাজি

By

Published : Feb 20, 2020, 3:55 AM IST

Updated : Feb 24, 2020, 6:52 PM IST

পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি : ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ হন পুরুলিয়াবাসী CRPF জওয়ান কানাই মাজি ৷ গতকাল তাঁর নিথর দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী ও কানাইয়ের বাবা ৷ শোকস্তব্ধ গোটা গ্রাম ৷ গান স্যালুট দিয়ে কানাইকে শেষ শ্রদ্ধা জানান CRPF জওয়ানরা ৷

শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানানোর তৈরি করা হয়েছিল শোক জ্ঞাপন মঞ্চ ৷ মালা দিয়ে রাখা হয় কানাইয়ের প্রতিকৃতিতে ৷ তবে স্বামীর ফোটো থেকে সেই মালা সরিয়ে স্ত্রী পাপিয়া বললেন "আমার স্বামী চিরকাল আমার কাছে বেঁচে থাকবেন ৷ যাঁরা অমর তাঁদের কখনও মৃত্যু হয়না ।"

শহিদ জওয়ানের দেহ আসতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় চলতি সপ্তাহের মঙ্গলবার শহিদ হন জওয়ান কানাই মাজি ৷ কমান্ডো পদে কর্মরত ছিলেন তিনি ৷ পুরুলিয়ার রঘুনাথপুরের লাছিয়া গ্রামের বাসিন্দা কানাই ৷ আজ বিকেলে তাঁর কফিন বন্দি দেহ গ্রামে পৌঁছায় ৷ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর ৷ শ্রদ্ধা জানান CRPF জওয়ানরা । উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান ও জেলা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকরা ।

Last Updated : Feb 24, 2020, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details