পুরুলিয়া, 9 এপ্রিল: কুস্তাউরের পর এবার পুরুলিয়ার মুরি রেল শাখার কোটশিলা রেল স্টেশনে 'রেল রোকো' অন্দোলনে সামিল হয় আদিবাসী কুড়মি সমাজ । যার জেরে রবিবার দুপুর থেকে ওই শাখায় রেল চলাচল বন্ধ হয়ে পড়ে । যদিও কয়েক ঘণ্টার মধ্য়ে কুস্তাউর থেকে আন্দোলন প্রত্য়াহার করে নিলেও কোটশিলা থেকে আন্দোলন প্রত্যাহার করতে নারাজ কুড়মি সম্প্রদায়ের মানুষজন।
আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল কোটশিলা রেল স্টেশনে রেল রোকো আন্দোলনে নামবে তারা। সেই মতো সেখানে এদিন জমায়েত হন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। এরই মধ্যে কুস্তাউরে রেল রোকো আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। কিন্তু কোটশিলায় উপস্থিত কুড়মি সম্প্রদায়ের মানুষজন আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি বলেই খবর। শেষমেষ এদিন দুপুর থেকে কোটশিলা রেল স্টেশনেও অবরোধ চলতে থাকে।
সেখানে উপস্থিত কুড়মি সম্প্রদায়ের মানুষজনদের সঙ্গে আলোচনাতেও বসেন অজিত প্রসাদ মাহাতো। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর এই অবরোধ আন্দোলনকে সমর্থন করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা। তিনি বলেন, "মানুষের আবেগকে ধরে রাখা যায় না। এখানে মানুষ জমায়েত হয়েছেন। তারা আন্দোলনে সামিল হয়েছেন। সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানা করছে পশ্চিমবঙ্গ সরকার । এই দাবিকে সামনে রেখেই মানুষ এখানে রেল অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন। এখানে আন্দোলন চলছে, চলবে।"