পুরুলিয়া, 24 সেপ্টেম্বর: পুরুলিয়ায় রেল রোকো অন্দোলনের আজ পঞ্চমতম দিন (Kurmi community protesting for last five days) । টানা 100 ঘণ্টা ধরে চলছে রেল রোকো অন্দোলন । দক্ষিণ পূর্ব রেলওয়ের পুরুলিয়া-আদ্রা রেলপথের অন্তগর্ত কুস্তাউর রেল স্টেশনে লাগাতার 100 ঘণ্টা ধরে রেল অবরোধ অব্যাহত রয়েছে ।
এর জেরে সম্পূর্নভাবে বন্ধ রয়েছে দক্ষিণপূর্ব রেলওয়ের আদ্রা ডিভিসনের অন্তর্গত ট্রেন চলাচল । বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করতে হয়েছে । স্বভাবতই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারন রেল যাত্রীরা ।
উল্লেখ্য, কুড়মি জাতিকে এসটি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে ছোটনাগপূর টোটেমিক কুড়মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । সেই মতো মঙ্গলবার সকাল থেকে চলছে রেল ও রাস্তা অবরোধ । এরপর 100 ঘণ্টা পেরিয়ে গেলেও আন্দোলন অব্যাহত রয়েছে কুড়মি সমাজের (rail blockade in Purulia) ।