পুরুলিয়া, 2 জানুয়ারি : মিশন নির্মল বাংলা প্রকল্পে পুরুলিয়াকে নির্মল জেলা হিসেবে গড়ে তুলতে চায় জেলা প্রশাসন (Purulia Mission Nirmal Bangla) ৷ কিন্তু দীর্ঘদিন ধরেই প্রশাসনিক মহলে খবর আসছিল, সরকারিভাবে বিনামূল্যে তৈরি হওয়া শৌচাগার শৌচ কাজে ব্যবহার না করে সাধারণ মানুষ তাতে জ্বালানি কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদি জমা করে রাখছেন ৷ যার ফলে প্রশাসনের তরফে সচেতনতায় জোর দেওয়া হয় ৷
তাই এবার সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের উদ্যোগে পথে নামল কন্যাশ্রী মেয়েরা ৷ কীভাবে তারা এই সচেতনতার কাজ করবে তা নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা পরিষদে একটি অনুষ্ঠান হয়েছে ৷ সেখানে জেলার 20টি ব্লক থেকে একজন করে কন্যাশ্রী-সহ উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক জেলা (পরিষদ) কৃত্তিকা শর্মা, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ৷
এই অনুষ্ঠানের মাধ্যমেই বোঝানো হয় কীভাবে তারা কাজটি করবে ৷ শুধু বোঝানোই নয়, তাদের কাছ থেকেও জানতে চাওয়া হয় কীভাবে তারা সাধারণ মানুষকে শৌচাগার ব্যবহারের ভাল-মন্দ, সুবিধা-অসুবিধা বোঝাবে ৷
আরও পড়ুন :Purulia Municipality : দুয়ারে প্রশাসক কর্মসূচিতে অভিযোগের পাহাড় পুরুলিয়ার পৌর এলাকায়