পুরুলিয়া, 11 জানুয়ারি: পুরুলিয়ার পুলিশ সুপারকে 'মুর্গা বানানোর' হুঁশিয়ারি দিলেন রাজ্য BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । 7 জানুয়ারি ঝালদায় BJP-র 'সংকল্প যাত্রা' হয় । অনুমতি না থাকায় সেই মিছিল আটকে দেয় পুলিশ । লাঠিচার্জও করে । BJP-র 6 জনকে গ্রেপ্তার করা হয় । সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার ঝালদায় প্রতিবাদ মিছিল ও পথসভা করে BJP । পুলিশের অভিযোগ, গতকালের ওই মিছিল ও পথসভার জন্যও কোনও অনুমতি নেয়নি BJP ।
গতকালের মিছিলে কৈলাস ছাড়াও দলের সাংসদ অর্জুন সিং, সুভাষ সরকার, কুনার হেমব্রেম ও জ্যোতির্ময় সিং মাহাত সহ প্রায় 10 হাজার কর্মী-সমর্থক যোগ দেন ।মিছিল শেষে পথসভায় কৈলাস পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগানের উদ্দেশে বলেন, "আমরা ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের তালিকা তৈরি করে রেখেছি । তাঁদের মুর্গা বানাব । আর আপনি যদি দিদির হয়ে কাজ করেন তাহলে সেই তালিকায় আপনার নাম উঠে যাবে । আপনাকে মুর্গা বানিয়ে ছাড়ব ।"