পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিদির হয়ে কাজ করলে মুর্গা বানিয়ে ছাড়ব, পুলিশ সুপারকে হুঁশিয়ারি কৈলাসের - Kailash Vijayvargiya warns Purulia District Police Super

মিছিল শেষে পথসভায় কৈলাস পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগানের উদ্দেশে বলেন, "আমরা ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের তালিকা তৈরি করে রেখেছি । তাঁদের মুর্গা বানাব । আর আপনি যদি দিদির হয়ে কাজ করেন তাহলে সেই তালিকায় আপনার নাম উঠে যাবে । আপনাকে মুর্গা বানিয়ে ছাড়ব ।"

kailash-vijayvargiya-warns
হুঁশিয়ারি কৈলাসের

By

Published : Jan 11, 2020, 4:13 AM IST

পুরুলিয়া, 11 জানুয়ারি: পুরুলিয়ার পুলিশ সুপারকে 'মুর্গা বানানোর' হুঁশিয়ারি দিলেন রাজ্য BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । 7 জানুয়ারি ঝালদায় BJP-র 'সংকল্প যাত্রা' হয় । অনুমতি না থাকায় সেই মিছিল আটকে দেয় পুলিশ । লাঠিচার্জও করে । BJP-র 6 জনকে গ্রেপ্তার করা হয় । সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার ঝালদায় প্রতিবাদ মিছিল ও পথসভা করে BJP । পুলিশের অভিযোগ, গতকালের ওই মিছিল ও পথসভার জন্যও কোনও অনুমতি নেয়নি BJP ।

গতকালের মিছিলে কৈলাস ছাড়াও দলের সাংসদ অর্জুন সিং, সুভাষ সরকার, কুনার হেমব্রেম ও জ্যোতির্ময় সিং মাহাত সহ প্রায় 10 হাজার কর্মী-সমর্থক যোগ দেন ।মিছিল শেষে পথসভায় কৈলাস পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগানের উদ্দেশে বলেন, "আমরা ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের তালিকা তৈরি করে রেখেছি । তাঁদের মুর্গা বানাব । আর আপনি যদি দিদির হয়ে কাজ করেন তাহলে সেই তালিকায় আপনার নাম উঠে যাবে । আপনাকে মুর্গা বানিয়ে ছাড়ব ।"

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কৈলাস বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন দলিত-পীড়িতদের এবং শরণার্থীদের নাগরিকত্ব দেবে । কিন্তু তাতে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সমস্যা হচ্ছে । কারণ নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক আর তাঁর দখলে থাকবে না । দিদি দলিতদের কথা ভাবেন না ।"

জ্যোতির্ময় সিং মাহাত সহ দলের অন্যান্য নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "BJP-র কার্যকর্তারা হাতে চুড়ি পরে বসে নেই । ইটের বদলে ইটেই জবাব দেবে । আমরা মোদিজি এবং অটল বিহারী বাজপেয়ীর দলের লোক । তাই প্রজাতন্ত্রে বিশ্বাস ও ভরসা রেখে কাজ করি । সৎভাবে কাজ করি ।" সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোসহ তাঁর কার্যকর্তাদের উপর হামলা করা বন্ধ হোক । নইলে মনের মধ্যে জমে থাকা আগুন বের হলে প্রশাসনকে পালিয়ে বেড়াতে হবে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details