পুরুলিয়া, 4 এপ্রিল: আদিবাসী অধ্যুষিত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে তৎকালীন বাম আমলে শুরু হয়েছিল গোবিন্দপুর পণ্ডিত রঘুনাথ মুর্মু জুনিয়র উচ্চ বিদ্যালয় । তারপর নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ায় শিক্ষক শূন্য অবস্থায় বিগত দু'বছর থেকে তালা ঝুলছে আদিবাসী এলাকার এই স্বপ্নের বিদ্যালয়ে । খোদমন্ত্রী সন্ধ্যারানি টুডুর বিধানসভা এলাকায় গড়ে ওঠা সেই বিদ্যালয় বর্তমানে আগাছায় পরিণত হয়েছে । বিদ্যালয়কে বাঁচাতে এলাকার মানুষ মন্ত্রীর দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ । নীরব মন্ত্রী সন্ধ্যারানি টুডুও । বর্তমান সরকার শিক্ষা চায় না, তাই একের পর এক বিদ্যালয় বন্ধ হয়ে পড়ছে, অভিযোগ জেলা সিপিআইএম নেতৃত্বের ।
1984 সালে পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের অন্তর্গত গোবিন্দপুর গ্রামে এলাকার মানুষদের দান করা প্রায় 3 একর জমির উপর গড়ে উঠেছিল গোবিন্দপুর পণ্ডিত রঘুনাথ মুর্মু জুনিয়র উচ্চ বিদ্যালয় । 6 জন শিক্ষক, 6 জন শিক্ষাকর্মী এবং 150 জন ছাত্রছাত্রীকে নিয়ে চালু হয়েছিল এই বিদ্যালয় । ধীরে ধীরে তৈরি হয় বিদ্যালয় ভবন, রান্নাঘর থেকে শৌচালয় । কিন্তু সমস্যা তৈরি হয় 2011 সাল থেকে ।
2011 সালে একজন এবং 2012 সালে প্রধান শিক্ষক-সহ চারজন শিক্ষক অবসর গ্রহণ করেন । বাকি 1 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মীর দ্বারা বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়ে । যদিও বিদ্যালয়কে সচল রাখার জন্য 2014 সালে 2 জন অতিথি শিক্ষক দেওয়া হলেও 2016 সালে তাদেরও মেয়াদ শেষ হয়ে যায় । বিদ্যালয়ে যে 1 জন স্থায়ী শিক্ষক ছিলেন তিনিও 2017 সালে অবসর গ্রহণ করেন । শিক্ষক না থাকায় পঠনপাঠন প্রায় বন্ধ হয়ে পড়ে । ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা কমে 40 জনে দাঁড়ায় ।