পুরুলিয়া, 3 মে : নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শোকের আবহেই সোমবার গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর। 12 ওয়ার্ডের ঝালদা পৌরসভার বোর্ড গঠন হয়েছিল গত 5 এপ্রিল । বোর্ড গঠনের 26 দিন পর এদিন তৃণমূল এবং কংগ্রেস, উভয়পক্ষের 10 জন কাউন্সিলরের উপস্থিতিতে গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর (Jhalda Municipality board of councillor formed)।
বিরোধীদের মধ্যে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু, 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু এবং 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র । তবে উপস্থিত ছিলেন না 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল । গত ফেব্রুয়ারিতে পৌর নির্বাচনের ফলাফলে 12 ওয়ার্ডের ঝালদা পৌরসভা ত্রিশঙ্কু হয় ৷ তৃণমূল পায় 5টি ওয়ার্ড, কংগ্রেস জেতে 5টি ওয়ার্ডে এবং নির্দল 2টি আসনে জয়লাভ করে। বোর্ড গঠনের প্রস্তুতির মধ্যেই 13 মার্চ 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন।