পুরুলিয়া, 16 জানুয়ারি : জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে উপস্থাপন করে পুরুলিয়ায় শুরু হল দু’দিন ব্যাপী জঙ্গলমহল উৎসব । আজ পুরুলিয়া শহরের মানভূম ভিক্টরিয়া স্কুলের মাঠে সপ্তম বর্ষে এই জঙ্গলমহল উৎসব উদযাপিত হল। উদ্বোধনী প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্য়ায়, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।
পুরুলিয়ায় শুরু হল সপ্তম জঙ্গলমহল উৎসব - জঙ্গলমহল উৎসব
আজ জঙ্গলমহল উৎসবে পুরুলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক নাচ ও গান প্রদর্শিত হয়। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র ও পুরুলিয়ার ঐতিহ্য জেলাবাসীর কাছে তুলে ধরার জন্য 20 টি স্টল বসানো হয়েছে । সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা খাদ্য সামগ্রী, বিভিন্ন ধরণের বীজ, চালের পিঠে, মিষ্টি সহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য পসরা নিয়ে বসেছেন।
আজ জঙ্গলমহল উৎসবে পুরুলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক নাচ ও গান প্রদর্শিত হয়। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র ও পুরুলিয়ার ঐতিহ্য জেলাবাসীর কাছে তুলে ধরার জন্য 20 টি স্টল বসানো হয়েছে । সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা খাদ্য সামগ্রী, বিভিন্ন ধরণের বীজ, চালের পিঠে, মিষ্টি সহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য পসরা নিয়ে বসেছেন। রয়েছে পর্যটন দপ্তরের তরফে বিভিন্ন স্থানের চিত্র প্রদর্শন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পোস্টার প্রদর্শনী স্টল।
আরও পড়ুন : পুরুলিয়ায় উদ্বোধন হল জঙ্গলমহল কাপ 2020
জেলাশাসক অভিজিৎ মুখার্জী জানান, ‘‘কোরোনা পরিস্থিতির মধ্যে পুরুলিয়ায় উদযাপিত হল জঙ্গলমহল উৎসব। এই উৎসবে সামিল হতে পেরে আমি গর্বিত।’’