পুরুলিয়া, 9 মে : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ফের জিজ্ঞাসাবাদের জন্য ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডাকা হল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে (CBI interrogated the IC of Jhalda)। দু'দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয় আইসিকে । সোমবার দুপুরে তিনি পৌঁছান ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে । প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । এদিনই ফের বিকেলে আবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই । এর আগেও 14 এপ্রিল দু'দফায় প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই ।
Jhalda Murder Case : ফের ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের - আইসি সঞ্জীব ঘোষকে জেরা
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ফের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ক্যাম্পে ডাকা হল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে (CBI interrogated the IC of Jhalda)। এদিন প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা ।
আরও পড়ুন :তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
প্রসঙ্গত, গত 13 মার্চ কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার পর থেকেই নিহতের পরিবার ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন ৷ ঘটনার কয়েকদিন পরই নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথনের অডিয়ো ভাইরাল হয় । এই ঘটনার পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত । তারপরই 14 এপ্রিল দু'দফায় ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । এরপর আজ সোমবার ফের অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে ।