পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : আদালতের নির্দেশের 30 ঘণ্টা পার, ঝালদায় দেখা নেই সিবিআইয়ের - ঝালদার খবর

উচ্চ আদালতের নির্দেশের পর অনেকটা সময় কেটে গেলেও ঝালদায় দেখা মিলল না সিবিআই আধিকারিকদের ৷ যদিও নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী জানান বুধবার আসতে পারেন তাঁরা (Jhalda Councillor Murder Case) ৷

jhalda
ঝালদা থানা

By

Published : Apr 5, 2022, 9:58 PM IST

ঝালদা, 5 এপ্রিল :কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর 30 ঘণ্টা অতিক্রম হয়ে গিয়েছে ৷ এখনও ঝালদায় পৌঁছয়নি সিবিআই (Inspite of HC Order CBI has not Starts Investigation in Jhalda) ৷ সোমবার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে (Jhalda News) সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান-সহ সিটের উচ্চপদস্থ আধিকারিকরা ঝালদা থানায় এসে পৌঁছন ৷ যদিও সন্ধ্যা সাতটার পরে একে একে সকলেই বেরিয়ে যান । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "সিবিআইয়ের তরফে মেল পেয়েছি ৷ তার উত্তরও দিয়েছি ।" তবে তাঁরা কখন আসবেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি ।
এ নিয়ে নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি শুনেছি তাঁরা জেলা পুলিশ সুপারের কাছে কাগজপত্র নিয়ে বুধবার আসতে পারেন ।" তবে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে সিবিআই কোনও যোগাযোগ করেনি বলে জানান তিনি ।

প্রসঙ্গত, রবিবার পুরুলিয়া জেলা পুলিশ সুপার এই খুনের পিছনে পারিবারিক বিবাদের তত্ত্বের কথা বলেন এবং এই ঘটনায় আইসি জড়িত নয় বলেও ক্লিনচিট দেন তিনি ৷ তবে আদালতের নির্দেশ দেওয়ার পর 30 ঘণ্টা পরও সিবিআই না আসায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন :Jhalda Councillor Murder Case : 7 লাখে রফা, ঝালদা কাউন্সিলর খুনে জড়িত নন আইসি, জানালেন পুলিশ সুপার

ABOUT THE AUTHOR

...view details