পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজো গাইডলাইনের উদ্বোধন পুরুলিয়া জেলা পুলিশের - Pujo Guidelines

পুরুলিয়া শহরে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে 10 টি পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে l ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরুলিয়া শহরের সমস্ত রাস্তায় দুপুর 3টে থেকে ভোর 4টে পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে l

পুজো গাইডলাইনের উদ্বোধন পুরুলিয়া জেলা পুলিশের
পুজো গাইডলাইনের উদ্বোধন পুরুলিয়া জেলা পুলিশের

By

Published : Oct 21, 2020, 8:31 AM IST

পুরুলিয়া, 21 অক্টোবর: কোরোনা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পুজো পার করতে গাইডলাইনের উদ্বোধন করল পুরুলিয়া জেলা পুলিশ l ম্যাপ ও গাইড লাইনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান l উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্তাব্যক্তিরা l আদালতের নির্দেশিকা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এড়াতে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ l

পুরুলিয়া জেলা সদরের 69 টি পুজোর মধ্যে বিগ বাজেটের 14 টি পুজো মণ্ডপ সহ জেলার মোট 628টি পুজোস্থল পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হচ্ছে l পুরুলিয়া শহরে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে 10 টি পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে l ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরুলিয়া শহরের সমস্ত রাস্তায় দুপুর 3টে থেকে ভোর 4টে পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে l নজরদারি চালাতে বসানো হয়েছে 52টি CCTV ক্যামেরা l

পুলিশের পক্ষ থেকে থাকছে 2 টি অ্যাম্বুলেন্স l পুজোর দিনগুলিতে সীমান্ত এলাকা কার্যত বন্ধ করা হচ্ছে l দর্শনার্থীদের মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মণ্ডপে প্রবেশের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে l পুজো কমিটিগুলোকেও প্রশাসনিক সমস্তরকম নির্দেশিকা পালনের পাশাপাশি নির্দিষ্টদিনে প্রতিমা বিসর্জনের জন্য জানিয়েছে পুলিশ l

ABOUT THE AUTHOR

...view details