পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুজরাতে আটকে পুরুলিয়ার 20 শ্রমিক, ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরানোর আর্জি - কোরোনা ভাইরাস

কয়েক মাস আগে মানবাজারের 20 জন শ্রমিক গুজরাতের ভালসাদ জেলায় একটি বেসরকারি কারখানায় কাজের জন্য গিয়েছিলেন l তারপর কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হতেই বন্ধ হয়ে যায় কাজ l এবার বাড়ি ফেরার জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে আবেদন জানালেন তাঁরা ।

ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরানোর আর্জি
ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরানোর আর্জি

By

Published : May 8, 2020, 4:36 PM IST

পুরুলিয়া, 8 মে: 40 দিন ধরে গুজরাটে আটকে রয়েছেন পুরুলিয়ার মানবাজারের 20 জন শ্রমিক l তাই ভিডিয়ো বার্তার মাধ্যমে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর আবেদন জানালেন তাঁরা l

কয়েক মাস আগে মানবাজারের 20 জন শ্রমিক গুজরাতের ভালসাদ জেলায় একটি বেসরকারি কারখানায় কাজের জন্য গিয়েছিলেন l তারপর কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হতেই বন্ধ হয়ে যায় কাজ l এদিকে যানবাহন না চলায় গৃহবন্দীই হয়ে রয়েছেন মানবাজারের ওই শ্রমিকরা l হাতে যা অর্থ ছিল তা দিয়ে এতদিন কোনওক্রমে কেটেছে l এখন তাও শেষ হয়ে এসেছে l চূড়ান্ত সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা এবার ভিডিয়ো বার্তার মাধ্যমে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন l

আটকে পড়া শ্রমিকদের তালিকা

সুব্রত মাঝি, সুকদেব মণ্ডল, গৌতম সিং সর্দার, রবিন মাঝিদের মতো কয়েকজন শ্রমিক ভিডিয়ো বার্তায় বলেন, "লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় টাকা পয়সাও শেষ l বাড়ি ফেরারও কোনও উপায় নেই l কয়েকদিন ধরে অর্ধাহারে দিন কাটছে সকলের l বাড়ির সদস্যরাও খুবই চিন্তিত হয়ে পড়েছে l তাই পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে অনুরোধ আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক l"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details