পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সহসভাপতির পদ পেয়ে আপ্লুত : মুকুল রায় - undefined

সদ্য BJP-র সর্বভারতীয় সহসভাপতির পদ পেয়েছেন মুকুল রায় । পুরুলিয়ার হুটমুড়া এলাকায় দলের কার্যকারিণী সভায় যোগ দিতে এসে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন তিনি । জানালেন, এই পদ পেয়ে তিনি আপ্লুত ।

Aa
Aa

By

Published : Sep 27, 2020, 7:50 PM IST

পুরুলিয়া, 27 সেপ্টেম্বর : "সহসভাপতির পদ পেয়ে আমি আপ্লুত ।" আজ পুরুলিয়া জেলার হুটমুড়া এলাকায় দলের কার্যকারিণী সভায় যোগ দিতে এসে বললেন নব নির্বাচিত BJP-র সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ।

তিনি বলেন, "BJP ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল । তাই সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সহসভাপতির এই পদ পেয়ে আমি আপ্লুত । এই পদের দায়িত্ব, কাজ, এমনকী কোন রাজ্যের দায়িত্ব পাব সেবিষয়ে কিছুই জানা নেই আমার । এখনও পর্যন্ত এইসব বিষয়ে কোনও আলোচনাও হয়নি । তবে আমি এই রাজ্যে জন্মেছি l এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে ।"

জেলা স্তরের সাধারণ মানুষের রাজনৈতিক দল পরিবর্তন করার বিষয়ে তিনি বলেন, "আমার সঙ্গে তৃণমূল স্তরের বহু মানুষ BJP-তে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছে । তারা জেলা সভাপতি ও রাজ্য সভাপতির সাথে কথা বলে অতি শীঘ্রই BJP-তে যোগ দেবে । তারপর BJP-র মাঠ ভরতি হয়ে যাবে ।"

এদিকে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ায় গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুল সিনহা । বলেছিলেন, "40 বছর ধরে BJP-র একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি । জন্মলগ্ন থেকে BJP করার পুরস্কার এটাই । তৃণমূল কংগ্রেসের নেতারা আসছেন, তাই আমাকে সরতে হবে । এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না ।" তাঁর এই বিতর্কিত মন্তব্য ইশুতে মুকুল রায় বলেন, "রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টির একটা মুখ । দীর্ঘদিন তিনি দলের দায়িত্ব সামলেছেন । 30 বছর ধরে রাজনীতি করা মানুষকে কখনওই একটা কথার উপর বিচার করা ঠিক নয় । কথা বললে, আলোচনা করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details