পুরুলিয়া, 19 ডিসেম্বর: এক গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন-সহ মৃতদেহ উদ্ধার হল পুরুলিয়া মফঃস্বল থানার গারাফুসরা গ্রামে (Husband Accused In Purulia)। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইশরাত খাতুন (২৫) নামের ওই মহিলাকে তাঁর স্বামী গলায় ধারালো অস্ত্র চালিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন, মৃতার দাদা মহম্মদ সনেবর। মৃতার দাদা জানান, দু'মাস আগে ঝাড়খণ্ডের চাষের বাসিন্দা ইশরাতের সঙ্গে গারাফুসরা গ্রামের দিলজান আনসারির বিয়ে হয়। এটি দিলজানের তৃতীয় বিয়ে । আগের দুই স্ত্রী তাঁর সঙ্গে থাকেন না।
তবে ইদানিং সে প্রথম স্ত্রীকে নিয়ে আসবে বলে গ্রামে কানাঘুষো শোনা যাচ্ছিল। আজ সকালে গ্রামের এক মহিলা ইশরাতকে পুকুরে যাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে বিছানায় ইশরাতের দেহ পড়ে রয়েছে এবং গলায় গভীর ক্ষত রয়েছে। এরপর এই মহিলা কান্নাকাটি করলে প্রতিবেশীরা ছুটে আসে ৷ খবর যায় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যালে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে নিয়ে যায় দিলজান আনসারির বাবা নিজামুউদ্দিন আনসারিকে।