পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP নেতাকে ভোজালির কোপ, প্রাণে বাঁচলেন প্রার্থী - bjp leader

পুরুলিয়ায় BJP প্রার্থীর উপর হামলা চালাল দুষ্কৃতীরা। তিনি প্রাণে বাঁচলেও ভোজালির কোপে গুরুতর আহত হয়েছেন এক BJP নেতা।

আহত BJP নেতা

By

Published : Apr 26, 2019, 2:12 PM IST

Updated : Apr 26, 2019, 2:40 PM IST

কোটশিলা(পুরুলিয়া), 26 এপ্রিল : পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত-র উপর হামলা চালাল দুষ্কৃতীরা। তিনি কোনওরকমে প্রাণে বাঁচলেও ভোজালির কোপে গুরুতর আহত হয়েছেন এক BJP নেতা। ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা এলাকার। আহত শালগ্রাম মাহাত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য।

আজ প্রচারে বেরোন BJP প্রার্থী। সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা। আচমকাই তাঁর উপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। শেষ মুহূর্তে সরে যাওয়ায় ভোজালির কোপ গিয়ে পড়ে শালগ্রামের উপর। তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর গলার ডানদিকে ভোজালির আঘাত লেগেছে।

দেখুন ভিডিয়ো

BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় । কিন্তু, ভোজালির আঘাত লাগে পাশে থাকা BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যের উপর । এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি । প্রতিবাদে জেলাজুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।"

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "ভোটের আগে সন্ত্রাস করে বাজিমাত করতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস । আজ আমাদের প্রার্থীকে খুন করতে চেয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন । আহত হন পঞ্চায়েত সমিতির সদস্য।"

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, "এই ঘটনায় তৃণমূল জড়িত নয় । এটা সম্পূর্ণভাবে একটি পারিবারিক ঝামেলা । সেটাতে BJP রাজনৈতিক রং লাগাতে চাইছে । আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব ।

Last Updated : Apr 26, 2019, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details