পুরুলিয়া, 29 মার্চ : কাজের জন্য মহারাষ্ট্রের অমরাবতী জেলার নানগাঁওয়ে গিয়েছিলেন । কিন্তু, লকডাউনের জেরে আটকে যান তাঁরা । বাড়ি ফিরতে না পারার পাশাপাশি একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের । হাতে নেই পর্যাপ্ত অর্থ, খাদ্য সামগ্রী, জল । তাই বাড়ি ফেরার জন্য ভিডিয়ো বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনের কাছে আবেদন জানালেন পুরুলিয়ার 71 জন শ্রমিক l এদের প্রত্যেকেরই বাড়ি পুরুলিয়া জেলার পুঞ্চা থানার ছিরুডি অঞ্চলে l
কয়েক মাস আগে ছিরুডি অঞ্চলের 71 জন শ্রমিক মহারাষ্ট্রের অমরাবতী জেলার নানগাঁওয়ে কাজ করতে গিয়েছিলেন । কয়েকদিন আগে কোরোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউনের কথা ঘোষমা করে । ফলে বন্ধ হয়ে যায় কাজ । সেখানেই আটকে পড়েন সেই শ্রমিকরা । তাঁদের হাতে নেই পর্যাপ্ত অর্থ । নেই পর্যাপ্ত খাদ্য সামগ্রীও । তাই এই পাঁচদিন ধরে কোনওরকমে বাড়ির মধ্যেই কাটাচ্ছেন তাঁরা । এছাড়াও রয়েছে পানীয় জল ও শৌচালয়ের সমস্যা ।