পুরুলিয়া, 2 জুলাই : জেলার অন্যতম দর্শনীয় স্থান ৷ 1 হাজার বছরের পুরনো দেউল বা বৌদ্ধ মন্দির ৷ অনেকের মতে, পাল বা সেন আমলের স্থাপত্য ৷ পুরুলিয়ার জয়পুরের কাছে আড়ষা থানা এলাকার সেই দেউলঘাটা রক্ষণাবেক্ষণের অভাবে আজ জরাজীর্ণ ৷ ধ্বংসের মুখে ৷
দেউলঘাটার 70 থেকে 80 ফুট উঁচু দেউলগুলিতে রয়েছে প্রাচীন শিবলিঙ্গ ৷ দুর্গা, গণেশের মূর্তি ৷ দেউলের প্রবেশ দ্বার অভিনব ত্রিকোণ আকৃতির ৷ দেউলঘাটার সবুজে ঘেরা মনোরম পরিবেশ মন কাড়ে পর্যটকদের ৷ পাশ দিয়ে বইছে কংসাবতী ৷
মেরামতি প্রয়োজন ৷ অবহেলায় নষ্ট হচ্ছে দৈউলঘাটা ৷ বলছেন স্থানীয়রা ৷ জয়পুর শহরের বাসিন্দা হেমন্ত মাহাত বলেন, "আগে এখানে তিনটে বড় মাপের দেউল ছিল ৷ এখন দুটো আছে ৷ এগুলোর মেরামতি প্রয়োজন ৷ অবহেলায় নষ্ট হচ্ছে ৷"
বুদ্ধের আমলের নির্মাণ ৷ বলছেন দেউলাঘাটা চত্বরের বাসিন্দা তনুশ্রী মুখোপাধ্যায় ৷ তাঁর কথায়, "গৌতম বুদ্ধের আমলে তৈরি দেউলঘাটা ৷ মকর সংক্রান্তি আর চৈত্র বারুণীর সময় মেলা বসে ৷ প্রচুর মানুষের সমাগম হয় ৷ সরকারের অবহেলায় নষ্ট হতে বসেছে ৷ প্রশাসনের নজর দেওয়া উচিৎ ৷"