পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tapan Kandu Murder: তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাড়াটে শুটার

পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের ঘটনায় ঝাড়খণ্ডের জাবির আনসারি নামে এক যুবককে গ্রেফতার করল সিবিআই (Hired Shooter Arrested by CBI) ৷

Tapan Kandu Murder Case
তপন কান্দু খুনে ধৃত ঝাড়খণ্ডের যুবক

By

Published : Sep 4, 2022, 7:46 AM IST

পুরুলিয়া, 4 সেপ্টেম্বর: ঝালদায় তপন কান্দু হত্যার ঘটনায় ভাড়াটে শুটারকে গ্রেফতার করল সিবিআই । সূত্রের খবর, ধৃতের নাম জাবির আনসারি। বাড়ি ঝাড়খণ্ডের রামগড়ে (Hired Shooter Arrested by CBI) ।

জানা গিয়েছে, গত 13 মার্চ তপন কান্দুর হত্যার দিন অভিযুক্ত কলেবর সিংয়ের সঙ্গে এই জাবির আনসারিকে ঝালদা শহরে রেকি করতে দেখা গিয়েছে । সেই বাইকটি চালাচ্ছিল জাবির আনসারি । বর্তমানে জেল হেফাজতে রয়েছে কলেবর সিং । তাকে এবং গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করে ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ঝাড়খণ্ড থেকে জাবিরকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ তদন্তকারীদের অনুমান, তপন কান্দুকে লক্ষ্য করে গুলি চালায় এই জাবির আনসারিই । গ্রেফতারি প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, "সিবিআই-কে ধন্যবাদ । আগামিদিনে আরও বড় মাথা ধরা পড়বে । খুব তাড়াতাড়ি এই মামলার বিচার হবে ।" ভাইপো মিঠুন কান্দুও বলেন, "একে একে সবাই ধরা পড়বে এবার ।"

তপন কান্দু খুনে ধৃত ঝাড়খণ্ডের যুবক

আরও পড়ুন:তপন কান্দু খুনে চার্জশিট পেশ সিবিআই-এর

প্রসঙ্গত, 13 মার্চ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের সিট । গ্রেফতার করে চার অভিযুক্তকে । কিন্তু এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয় নিহতের পরিবার । ঘটনার কয়েক সপ্তাহ পরে এপ্রিল মাসের 4 তারিখ কলকাতা হাইকোর্ট এই খুনের ঘটনায় তদন্তের নির্দেশ দেয় । এর ঠিক দুদিন পর 6 এপ্রিল তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

সেদিনই ঝালদায় এসে সিটের কাজ থেকে তদন্তভার নেয় সিবিআই । এরপরই সিটের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । 12 এপ্রিলই কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট । এখনও পর্যন্ত কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট 5 অভিযুক্ত । বর্তমানে জেল হেফাজতে রয়েছে নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দু, নিহত তপন কান্দুর ভাই নরেন কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান পরামানিক । 13 জুন পুরুলিয়া জেলা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে সিবিআই । 24 অগস্ট মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে পুরুলিয়া জেলা আদালতে ।

ABOUT THE AUTHOR

...view details