পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি পুরুলিয়ায়, শহরের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন - heavy rainstorm in Purulia

বিগত কয়েকদিন থেকেই তীব্র রোদের দাপট ও ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিল পুরুলিয়া জেলাবাসী ৷ আজ সকাল থেকেও একই অবস্থা ছিল ৷ কিন্তু দুপুর আড়াইটের পর থেকে মেঘ দেখা দেয় পুরুলিয়ার আকাশে ৷

পুরুলিয়া
পুরুলিয়া

By

Published : May 27, 2020, 7:06 PM IST

পুরুলিয়া, 27 মে: টানা এক ঘন্টার ঝড়বৃষ্টিতে পুরুলিয়া সদর শহর সহ জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ৷ পুরুলিয়া শহরের রাস্তায় ভেঙে পড়েছে বড় বড় গাছ ৷ বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শহরের বেশ কয়েকটি এলাকা সহ পুরুলিয়া 1 নম্বর ও 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামে ৷ আজ দুপুর 3টে থেকে শুরু হওয়া টানা এক ঘন্টার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির দাপটে বড় গাছ পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রেও ৷ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর বিদ্যুৎ বিভাগ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি ৷

বিগত কয়েকদিন থেকেই তীব্র রোদের দাপট ও ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিল পুরুলিয়া জেলাবাসী ৷ আজ সকাল থেকেও একই অবস্থা ছিল ৷ কিন্তু দুপুর আড়াইটের পর থেকে মেঘ দেখা দেয় পুরুলিয়ার আকাশে ৷ শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ৷ প্রায় এক ঘন্টা ধরে চলে বৃষ্টিপাত ৷ আর এতেই তছনছ হয়ে গিয়েছে পুরুলিয়া শহরের বেশ কিছু এলাকা ৷ ঝড়ের দাপটে শহরের মূল পুরুলিয়া-রঘুনাথপুর মূল রাস্তা, সাহেব বাঁধ, দুলমি-নডিহা রাস্তার পুরুলিয়া-টাটা মূল রাস্তার উপর ভেঙে পড়ে বড় বড় গাছ ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে কয়েকটি এলাকায় ৷

রাস্তায় ভেঙে পড়েছে বহু গাছ

বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরুলিয়া শহর সহ পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম ৷ এছাড়াও হাসপাতাল মোড়, পুলিশ সুপারের অফিস এলাকা, জেলাশাসক দপ্তর চত্বর, জেলা আদালত চত্বর সহ প্রভৃতি এলাকায় গাছ পড়ে পথ বন্ধ হয়ে গেছে ৷ বৃষ্টি ছাড়তেই ময়দানে নেমে পড়ে বিদ্যুৎ বিভাগ ৷ রাস্তা থেকে গাছ সরানো হয় ৷ তবে পুরুলিয়া শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্নই রয়েছে ৷

ব্যাপক ক্ষতি হয়েছে পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে

শুধু তাই নয় ৷ পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রেও ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ভেঙে পড়েছে বড় বড় বহু গাছ ৷ ভেঙে গেছে বিজ্ঞান কেন্দ্রে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সাজানো বহু জিনিস ৷

ABOUT THE AUTHOR

...view details