পুরুলিয়া, 22 অগাস্ট : অতি বৃষ্টি যেন পুরুলিয়ার চাষিদের কাছে আশীর্বাদ ৷ তাই টানা কয়েকদিনের বৃষ্টিতে হাসি ফুটেছে পুরুলিয়া জেলার চাষিদের মুখে ৷ নিম্নচাপের দেখা মিলতেই জমিতলা লাগানোর কাজে নেমে পড়েছেন চাষিরা৷ জমিতে বৃষ্টির জল ধরে রাখতে শুরু করেছেন ৷ জমি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন তাঁরা ৷
পুরুলিয়া জেলায় তেমন সেচ ব্যবস্থা না থাকায় এখনও চাতক পাখির মতোই আকাশ পানে চেয়ে থাকতে হয় চাষিদের ৷ তাছাড়া ভৌগোলিক কারণে পুরুলিয়ার মাটিতে জল ধারণ ক্ষমতাও কম ৷ স্বাভাবিকভাবেই বৃষ্টির উপরই একমাত্র ভরসা কৃষকদের ৷ তাই পুরুলিয়া জেলায় এক ফসলা আমন ধানের চাষই হয় প্রকৃতির উপর নির্ভর করে ৷ চাষের শুরুর দিকে ভালো বৃষ্টিপাত হলেও মাঝামাঝি সময়ে তেমন নিম্নচাপের দেখা মেলেনি পুরুলিয়ার আকাশে ৷ তাই এই কয়েকদিনের নিম্নচাপের কারণে টানা বৃষ্টিকে কাজে লাগাচ্ছে জেলার ধান চাষিরা ৷ বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভরে উঠেছে সমস্ত পুকুর, জলাশয়, ড্যাম সহ কাঁসাই নদী ৷ ফলে এবার ধান চাষে তেমন ক্ষতির মুখে পড়তে হবে না বলে আশাবাদী পুরুলিয়া চাষি ভাইয়েরা ৷