পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hanging Body Found in Purulia : পুরুলিয়ায় ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ - Hanging body recovered in Purulia

গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার পুরুলিয়ায় (Hanging body recovered in Purulia) ৷ প্রাথমিক তদন্তে নেমে পুলিশের অনুমান, মানসিক অবসাদই এর কারণ ৷ তাহলে শুধুই কী আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্যকিছু ? তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Police Recover A Hanging Body
ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Mar 6, 2022, 10:48 PM IST

পুরুলিয়া, 6 মার্চ : এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল পুরুলিয়া জেলার টামনা থানা এলাকায় ৷ মৃতের নাম সুভাষ মাহাতো (45) । বাড়ি ঢেকিয়া বরাকডি গ্রামে । গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন । তারপর রবিবার বাড়ির সামনেই একটা গাছে তাঁর দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় টামনা থানার পুলিশ । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে স্থানীয় চাকলতোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।

উল্লেখ্য, পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পেরেছে, সুভাষ মানসিক অবসাদে ভুগছিলেন । স্থানীয় একটি সিমেন্ট কারখানাতে তিনি শ্রমিকের কাজ করলেও ইদানিং কাজে যাচ্ছিলেন না । তবে কেন তিনি আত্মহত্যা করলেন তার কারণ জানা যায়নি ।

আরও পড়ুন : Maoist poster in purulia : পুরুলিয়ার মাওবাদী পোস্টারের ঘটনায় 14 জন গ্রেফতার

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details