পুরুলিয়া, 7 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বরাত জোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ৷ মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার সাঁওতালডি এলাকায় বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা । তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । আদ্রার ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, ঘটনার জেরে দায়িত্বে থাকা গেট ম্যানকে সাসপেন্ড করা হয়েছে ।
মঙ্গলবার বিকেল নাগাদ ভুবনেশ্বর থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখায় পার হচ্ছিল । সেই সময় সাঁওতালডি থানা এলাকার সিনেমা হল সংলগ্ন রেলগেটে একটি ডিজেল বহনকারী ট্রাক্টর খারাপ হয়ে যায় এবং ট্রাক্টরটি সেখানে আটকে পড়ে । স্থানীয়রা ট্রাক্টরটিকে ঠেলে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন । সেই সময় রাজধানী এক্সপ্রেস আসছিল ৷ দূর থেকে দেখে চালক এমারজেন্সি ব্রেক কষলেও লেবেল ক্রসিং পার হতে গিয়ে এসি কামরা সঙ্গে ট্রাক্টরের পিছনের অংশ ঘষা খেয়ে যায় । তবে এই ঘটনার ট্রেন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে পড়ে ৷ যার জেরে ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে নেমেও পড়েন । রেলসূত্রে খবর, তেমন বড় কিছু ক্ষতি হয়নি ।