পুরুলিয়া, 29 মার্চ : গাছের ডালে সাত যুবকের কোয়ারেন্টাইনে থাকার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল পুরুলিয়া জেলা প্রশাসন ৷ তড়িঘড়ি ওই যুবকদের গাছ থেকে নামিয়ে নিয়ে আসা হল ICDS সেন্টারে ৷ আজ বলরামপুর ব্লক প্রশাসনের উদ্যাগে ওই সাতজনকে ভাঙিডির ICDS সেন্টারে রাখা হয়েছে ৷ তাঁদের খাদ্য সামগ্রী, রেশন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাও করা হয় প্রশাসনের তরফেই ৷ এবার থেকে নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানানো হয় ৷
এবিষয়ে বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্য জানান, "গ্রামবাসীরা সচেতনতার নজির গড়েছিলেন ৷ তাদের উদ্যোগ খুবই ভালো ৷ কিন্তু গাছে থাকলে যেকোনও দিন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় ৷ গাছ থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় ৷ তা ছাড়া তাঁদের শরীর খারাপও হতে পারে ৷ সেই ভেবে জেলা প্রশাসনের নির্দেশে ভাঙিডি গ্রামে ঢোকার মুখে ICDS সেন্টারে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷ কারণ ICDS সেন্টার এখন বন্ধ রয়েছে ৷ সেই ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আপাতত ওরা কয়েকদিন ওখানেই থাকবে ৷ তা ছাড়া তাঁদের প্রয়োজনীয় সমস্ত জিনিস ও খাদ্যদ্রব্যেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হবে ৷"