পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সম্পর্কিত ভুয়ো পোস্ট, পুরুলিয়ায় গ্রেপ্তার আরও 4 - four youth arrested after posting fake news about corona virus in purulia

এই নিয়ে পুরুলিয়া জেলা থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করা হল l

পুরুলিয়া
পুরুলিয়া

By

Published : Apr 5, 2020, 4:19 PM IST

পুরুলিয়া, 5 এপ্রিল: কোরোনা সম্পর্কিত ভুয়ো খবর সোশাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেপ্তার করা হল পুরুলিয়ার চার যুবককে l তাদের মধ্যে দু'জন মানবাজার, একজন বাঘমুণ্ডি এবং একজন পুরুলিয়া শহরের বাসিন্দা l আগেই আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল ।

কয়েকদিন আগে কোরোনা সংক্রান্ত ভুয়ো খবর সোশাল মিডিয়ায় পোস্ট করে মানবাজার এলাকার এক যুবক l সেই পোস্ট শেয়ার করে ওই এলাকারই আরও এক যুবক l একইভাবে বাঘমুণ্ডি এবং পুরুলিয়া শহরের দু'জনও ভুয়ো পোস্ট করে l এর জেরে জেলাজুড়ে আতঙ্ক ছড়ায় l এরপরই পুরুলিয়া জেলা পুলিশ মানবাজার, বাঘমুণ্ডি এবং পুরুলিয়া শহর থেকে তাদের গ্রেপ্তার করে l তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ l

এর আগেও একই কারণে পুরুলিয়া জেলার তিন যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ l জেলার আড়ষা থানার ঝুঝকার বাসিন্দা স্বরূপ মাহাত, হেঁসলা গ্রামের বাসিন্দা বিজয় কুইরি এবং সরোজ মাহাতকে কোরোনা সংক্রান্ত ভুল খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় । এই নিয়ে পুরুলিয়া জেলা থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করা হল l

এই বিষয়ে পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "কোরোনা সম্পর্কিত ভুয়ো খবর পোস্টের অভিযোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে l তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে l বিষয়টির দিকে নজর রয়েছে আমাদের l কোরোনা সম্পর্কিত ভুয়ো খবর পোস্ট করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে l"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details