পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Job Fraud : চাকরির দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার 4 - Four arrested in Purulia over alleged job fraud

চাকরির দেওয়ার নামে প্রতারণা ৷ মোট 45 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়া থেকে মূল পান্ডা-সহ 3 এজেন্ট-সহ মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Job fraud allegation in Purulia) ৷

Purulia Crime News
চাকরির টোপে প্রতারণা

By

Published : May 13, 2022, 3:33 PM IST

পুরুলিয়া , 13 মে :চাকরির দেওয়ার নামে প্রতারণা (Job fraud allegation in Purulia)। মোট 45 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়া থেকে মূল পান্ডা-সহ 3 এজেন্ট-সহ মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ । বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ায় চার অভিযুক্ত । শুক্রবার অভিযুক্তদের তোলা হবে পুরুলিয়া জেলা আদালতে ।

জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের মূল পান্ডা সুভাষ মাহাতো, পুরুলিয়ার সাঁওতালডির বাসিন্দা । মোট 45 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করার পাশাপাশি তার আরও 3 এজেন্ট মানিক মাহাতো, অনিল মাহাতো, কৃষ্ণপদ টুডুকেও গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি বিভিন্ন নথি, মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক উদ্ধার করেছে পুলিশ ।

চাকরি দেওয়ার নাম করে মোট 45 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে

আরও পড়ুন : চাকরির নামে প্রতারণার অভিযোগে ধৃত পঞ্চায়েত সমিতির সদস্য

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে রীতিমতো অফিস খুলে গত 2 বছর ধরে চলছিলো এই প্রতারণা চক্র । ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ পেয়ে ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ । তবে শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়া, খাতড়া-সহ অন্যান্য জায়গাতেও এই প্রতারণা চক্রের এজেন্টরা কাজ করছে বলে দাবি করেন । মূলত গ্রামগঞ্জের শিক্ষিত যুবক-যুবতীরাই এই চক্রের শিকার হয়ে পড়ছিল । এই প্রতারণা চক্রের শাখা কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত জারি রয়েছে পুরুলিয়া সদর থানার পুলিশের ।

ABOUT THE AUTHOR

...view details