পুরুলিয়া, 30 জুন:বিয়ের যে বয়স হয়না তা যেন আরেকবার প্রমাণ করতে চলেছেন চাঁদ মনি ও অজিত । পুরুলিয়া জেলার সাতুড়ি থানা এলাকার গড়শিকা পঞ্চায়েতের খারবেড় গ্রামের বাসিন্দা 46 বছর বয়সি চাঁদ মনি টুডু সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাঁকুড়া জেলার ছাতনা এলাকার বাসিন্দা অজিত হাঁসদার সঙ্গে । অজিত হাঁসদার বয়স 58 । আরও একটি আশ্চর্য করার মতো বিষয় হল, এই বিয়ের জন্য 'রূপশ্রী' প্রকল্পের সুবিধা চেয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চাঁদ মনি টুডু । তাতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়(Rupashree Prakalpa) ।
এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই ব্লকের এক আধিকারিক বলেন, "এতে অবাক হওয়ার কিছু নেই । কারণ রূপশ্রী প্রকল্পে আবেদনের সর্বোচ্চসীমা বলে তো কিছু নেই । তিনি আবেদন করেছেন, আমরা সেটি খতিয়ে দেখব ৷ তাঁরা দু'জনেই অবিবাহিত কি না সেটা দেখা হবে । তারপর তাঁরা যদি যোগ্য হন তাহলে নিশ্চয়ই সুবিধা পাবেন ।"