পুরুলিয়া, 14 জুলাই : কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী । পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত চিলা গ্রামের ঘটনা ।
কিশোরীকে মারধর-শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী - molestation case
কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পুরুলিয়ায় গ্রেপ্তার এক প্রাক্তন সেনাকর্মী । গতরাতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা করা হয়েছে ।
গতরাতে বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে প্রাক্তন ওই সেনাকর্মীর বচসা বাধে । সেই সময় ওই ব্যক্তির মেয়ে বচসা থামাতে বাইরে বেরিয়ে আসে । অভিযোগ, সেই সময় ওই প্রাক্তন সেনাকর্মী ওই কিশোরীকে মারধর এবং শ্লীলতাহানি করে ।
গতরাতেই বান্দোয়ান থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার । পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা করা হয়েছে । আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । বিচারক অভিযুক্তের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।