পুরুলিয়া, 15 জুন : 12 বছর পর খুলল পুরুলিয়া বন দফতর অফিসের তালা ৷ মঙ্গলবার পুরুলিয়ার বিট অফিসের উদ্বোধন হয়েছে ৷ আজ থেকে কাজ শুরু হবে নতুন এই অফিসের ৷ প্রায় 8 লক্ষ টাকা ব্যায়ে তিনটি পুরনো বিল্ডিং মেরামত করে তৈরি হয়েছে এই বিট অফিস ৷
জানা গিয়েছে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত ঘাটবেড়া গ্রাম অতীতে মাওবাদী ঘাঁটি নামে পরিচিত ছিল ৷ 2010 সালের 20 জুলাই মাওবাদী হামলার ঘটনা ঘটেছিল বলরামপুর বনাঞ্চলের অর্ন্তগত ঘাটবেড়া অফিসে ৷ মাওবাদী আতঙ্কে বন দফতরের কর্মীরা অন্যত্র চলে গিয়েছিলেন ৷ তারপর থেকেই বন্ধ ছিল বনদফতরের এই অফিসটি ৷ প্রায় 12 বছর ধরে বন্ধ ছিল বন দফতরের এই অফিসটি ৷ হাতির আক্রমণ বা যেকোনও সমস্যায় বন দফতরের সহযোগিতা থেকে বঞ্চিত ছিলেন এলাকাবাসীরা । হাতির হানা ঘটলে প্রায় 30 কিমি দূরে বলরামপুর বনাঞ্চল থেকে ছুটে আসতে হত বনকর্মীদের । এদিকে হাতির হানায় গ্রামের ফসল নষ্ট হয়ে যেত । অথচ নিরুপায় ছিলেন বাসিন্দারা ।