পুরুলিয়া, 15 মে: শিকার নয়, বরং বন্যপ্রাণ রক্ষা করতে পথনাটক, দেওয়াল লিখনের মাধ্যমে উৎসব পালনের বার্তা দিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে বন দফতর (Purulia hunting festival)। তৎপর রয়েছে পুলিশও । জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার রাত থেকেই রাস্তায় রাস্তায় চালানো হচ্ছে নাকা তল্লাশি । বাইরে থেকে শিকারিরা যাতে কোনও অস্ত্র নিয়ে শিকার উৎসবে যেতে না পারে, তার জন্য প্রতিটি গাড়ি খতিয়ে দেখা হচ্ছে (save wildlife)।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রতি বছরই বৌদ্ধ পূর্ণিমায় শিকার উৎসব পালিত হয় । হাজার হাজার বছর ধরে চলে আসা এই শিকার উৎসবের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে আদিবাসীদের । উৎসবের দিন বন্য জীবজন্তুর শিকার করে উৎসবে সামিল হন আদিবাসীরা । এটাই তাঁদের প্রাচীন রীতি (Purulia forest department)।