পুরুলিয়া, 27 এপ্রিল : নরেন কান্দু, দীপক কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিককে বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার করা হয় এই পাঁচ অভিযুক্তকে (Jhalda Murder Case) ।
দীপক কান্দু ছাড়া বাকি চার অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাযন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা ৷ তারপর অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তদের জেল হেফাজতের সময়সীমা পূরণ হলে বুধবার ফের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
আরও পড়ুন :তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবরের জেল হেফাজত
গত 15 মার্চ সিটের সদস্যদের হাতে গ্রেফতার হয় দীপক কান্দু । 16 তারিখ জেলা আদালতে তাকে তোলা হলে 14 দিন পুলিশ হেফাজত হয়। তারপর সময়সীমা পূরণ হলে তার জেল হেফাজত হয় । 30 মার্চ গ্রেফতার হয় কলেবর সিং । 1 তারিখ তাকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়। 2 তারিখ আশিক খান ও নরেন কান্দু গ্রেফতার হয় । 3 তারিখ থেকে 14 দিন জেল হেফাজত হয় অভিযুক্তদের ।
৪ তারিখ ঝালদা গুলিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত । 6 তারিখ তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যু হয়। সেইদিনই রাতে সিবিআই তদন্তকারী অফিসাররা আসে ঝালদায় । এরপরই সিবিআইয়ের হাতে 12 এপ্রিল গ্রেফতার হয় সত্যবান প্রামাণিক । 13 তারিখ তাকে জেলা আদালতে তোলা হলে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই সকল অভিযুক্তদের জেল হেফাজতের পর আজ ফের জেলা আদালতে তোলা হয়েছিল ৷