পুরুলিয়া, 26 জুলাই : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ তিনি পুরুলিয়া শহরের বাসিন্দা ৷
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির সোয়াবের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ গতকাল সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয় ৷ এরপর রাতে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷