পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 10, 2020, 8:11 PM IST

ETV Bharat / state

পরিস্থিতি জানতে পুরুলিয়ার পৌরপ্রধানের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স ফিরহাদ হাকিমের

পুরুলিয়ার পৌরপ্রধানের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷ কোরোনা মোকাবিলায় কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়ে খোঁজখবর নেন তিনি ৷

Purulia
ভিডিয়ো কনফারেন্স

পুরুলিয়া , 10 এপ্রিল : পৌরপ্রধানের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে পুরুলিয়া পৌরসভার বর্তমান পরিস্থিতির বিস্তারিত খোঁজ নিলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ কোরোনা মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে ৷

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন , "পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ভিডিয়ো কনফারেন্সে পুরুলিয়া পৌরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন ৷ পৌর এলাকায় জল সরাবরাহ এবং সাফাইয়ের খোঁজও নেন তিনি ৷ কোরোনা মোকাবিলায় পৌরসভা কী কী ব্যবস্থা নিয়েছে , স্যানিটাইজ় করা হচ্ছে কি না , শহরে লকডাউন কতটা কার্যকর হয়েছে , সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, এই সব বিষয়ে খোঁজ নেন তিনি ৷"

এবিষয়ে তিনি আরও বলেন , "পুরুলিয়া পৌরসভায় জলের সমস্যা নেই ৷ দু'বেলা জল সরবরাহ করা হচ্ছে ৷ পৌরসভার পক্ষ থেকে এলাকা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে ৷ সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে , তার জন্য শহরের বড় হাটকে মূল রাস্তায় স্থানান্তর করা হয়েছে ৷ এছাড়াও দমকল বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে শহর নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে ৷ এমনকী , পুরুলিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের রাস্তায় ছবি এঁকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে ৷ এছাড়াও কাউন্সিলররা নিজের ওয়ার্ডে মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার এবং লকডাউন মেনে চলার জন্য সচেতন করছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details