পুরুলিয়া, 27 মার্চ :আগুনের গ্রাসে গত বছর লাগাতার জ্বলেছিল পুরুলিয়ার অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়ের জঙ্গল থেকে শুরু করে জয়চণ্ডী পাহাড়ের জঙ্গল (Purulia Forest Fire)। পুড়ে খাক হয়ে গিয়েছিল একের পর এক জঙ্গল (Hills of Purulia)। এবারও চিত্রটা এক ৷ ইতিমধ্যেই পুড়তে শুরু করেছে গড়পঞ্চকোট, বড়ন্তি, অযোধ্যা পাহাড় ও বান্দোয়ানের বেশ কিছু জঙ্গল। তবে এবার কিছুটা হলেও সতর্ক পুরুলিয়া জেলা বনবিভা গ। ইতিমধ্যেই মানবাজার, বান্দোয়ান বনবিভাগের বিভিন্ন জায়গায় জন সাধারণকে সচেতন করে তুলতে প্রচার পত্র বিলি করা হয়েছে। তবে প্রচারে যে কাজ হয়নি তা বলাই বাহুল্য ৷ কারণ দু'তিন দিন ধরে আগুন লেগে রয়েছে গড় পঞ্চকোটে । সাধারণত চোরাশিকারি বা অসাধু ব্যাক্তিরা অসৎ উদ্দেশ্যে এই আগুন লাগায় । যার ফলে প্রাণ যায় লক্ষ লক্ষ কীট পতঙ্গ, বন্যপ্রাণীর। ধ্বংস হয় অরণ্য । টানা তিন দিন ধরে জ্বলছে পুরুলিয়ার সংরক্ষিত গড় পঞ্চকোট পাহাড়ের জঙ্গল ৷ যেহেতু পাহাড়ের চূড়ায় আগুন ছড়িয়েছে তাই তা নেভাতে ব্যর্থ বনবিভাগ ৷
আরও পড়ুন :Wlid Elephant Panic : বুনো হাতির আতঙ্ক ঝালদায়
কংসাবতীর উত্তর বনবিভাগের অধীনে থাকা গড় পঞ্চকোট পাহাড় জঙ্গল সংরক্ষিত বনাঞ্চল ৷ সেই প্রটেক্টেড ফরেস্ট এলাকায় তিন দিন ধরে আগুন জ্বলতে থাকায় খুব স্বাভাবিকভাবেই বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ রাজ্যের মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) মনসারঞ্জন ভট্ট বলেন, " আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ৷ আমরা আশা করছি দু'এক দিনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে"৷ অন্যদিকে সাঁতুড়ির মুরাড্ডি পাহাড়ের জঙ্গলেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে ৷ আজ আবার বান্দোয়ানের এক বনাঞ্চলের বিভিন্ন জঙ্গলে আগুন লেগেছে ৷ বনকর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। কিন্তু টানা তিনদিন ধরে এই পাহাড়ে আগুন জ্বলতে থাকায় প্রচুর গাছপালা পুড়ে ছাই গিয়েছে ৷ পুড়েছে বহু কীটপতঙ্গ ৷ গড়পঞ্চকোট পাহাড়ের জঙ্গলে রয়েছে প্রচুর বনৌষধি গাছ সেও পুড়ে খাক হয়ে গিয়েছে ৷