পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বজ্রাঘাতে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য - পটনা

পটনায় বজ্রাঘাতে মৃত রাজ্যের 4 ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য় করল রাজ্য সরকার ৷ আজ মৃতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ৷ অন্যদিকে, বজ্রাঘাতে আহত দু’জনে 50 হাজার টাকা করে সাহায্য করা হয়েছে ৷

Financial assistance of Rs 2 lakh to the families of those killed in the lightning strike in purulia
বজ্রাঘাতে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য

By

Published : Jun 14, 2021, 8:28 PM IST

বলরামপুর (পুরুলিয়া), 14 জুন : কয়েকদিন আগে বিহারের পটনার ফতুয়া রেল স্টেশনের কাছে বাজ পড়ে মৃত্যু হয়েছিল 4 জনের ৷ তাঁদের সবার বাড়ি পুরুলিয়ার বলরামপুরের পাঁড়কিডি গ্রামে ৷ রবিবার তাঁদের দেহ পুরুলিয়ায় গ্রামের বাড়িতে আনার পর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ আজ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য়ের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী ৷ সরকারের তরফে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য় তুলে দেন তাঁরা ৷

আজ বেলা 12টা নাগাদ রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে পুরুলিয়ার বলরামপুরে বজ্রাঘাতে নিহত চার জনের বাড়িতে যান শশী পাঁজা এবং রাজ চক্রবর্তী ৷ সেখানে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সঙ্গে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু ৷ নিহতদের মধ্যে 2 জন এক পরিবারের সদস্য ছিলেন ৷ তাঁদের পরিবারের হাতে 3 লক্ষ টাকা সাহায্য তুলে দেওয়া হয় ৷ বাকি দু’জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় করা হয়েছে ৷ অন্যদিকে, ঘটনায় আহত দুই ব্যক্তিকে 50 হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : মালদায় বজ্রাঘাতে কিশোর সহ মৃত 2

প্রসঙ্গত, ওই 6 জন বিহারের পটনায় ফুল বিক্রি করতে গিয়েছিলেন ৷ সবাই গরিব পরিবারের সদস্য ৷ রাজ্যের মন্ত্রী এবং শীর্ষস্থানীয় আধিকারকদের সামনে পেয়ে নিজেদের সব অভাব অভিযোগ জানান বলরামপুরের পাঁড়কিডি গ্রামের বাসিন্দারা ৷ ওই গ্রামে পানীয় জলের অভাব সবচেয়ে বড় সমস্যা ৷ এমনকি অনেকেরই বসত বাড়ি নেই ৷ যা নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details