পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদিকে গণতন্ত্রের থাপ্পড় দিতে ইচ্ছে করে : মমতা - purulia

পুরুলিয়ার জনসভা থেকে মোদিকে আক্রমণ করে মমতা বলেন, "মোদিকে গণতন্ত্রের থাপ্পড় দিতে ইচ্ছে করে। "

ফাইল ফোটো

By

Published : May 7, 2019, 6:01 PM IST

Updated : May 7, 2019, 7:23 PM IST

পুরুলিয়া, 7 মে : "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" আজ পুরুলিয়ার জনসভা থেকে একথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য


তিনি আরও বলেন, "ওরা আগে একটি বিড়ি তিনবার টানত । আর ওদের নেতারা হাফপ্যান্ট পরে ঘুরে বেড়াত, প্যারেড করত । এখন লাখ লাখ কোটি কোটি টাকা । টাকার বাক্স নিয়ে বেরিয়ে গেছে । তার সঙ্গে একহাতে গদা আর অন্যহাতে তরোয়াল । গদা দিয়ে লোকের মাথা ভাঙবে আর তরোয়াল দিয়ে গলা কাটবে । এই হচ্ছে রাজনীতি । রাজনীতির কোনও আদর্শ নেই । টাকা পয়সা আমার কাছে নো ম্যাটার । ওরা জানে কিছু আমরা কী করেছি না করেছি ।"

Last Updated : May 7, 2019, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details