পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Father Killed Children: তিন সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা - পুরুলিয়া

Father Arrested: পুরুলিয়ায় তিন সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা ৷ বহস্পতিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 27, 2023, 11:02 PM IST

পুরুলিয়া, 27 জুলাই: সন্তানদের খুনের অভিযোগে অভিযুক্ত বাবার 10 দিনের পুলিশ হেফাজত ৷ বৃহস্পতিবার অভিযুক্ত প্রভাস মাহাতোকে আদালতে তোলা হলে এমনই নির্দেশ দিল আদালত ৷ অভিযুক্তকে আপাতত নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ পুরুলিয়ার টামনা থানার ডিগশীল গ্রামের ঘটনা ৷ ঘটনার দিন থেকেই ফেরার ছিলেন অভিযুক্ত বাবা প্রভাস মাহাতো । বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়া পুলিশ ৷

পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিযুক্তের বাবা তার চার সন্তানকে মারধর করেছেন তার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে ।"

ঘটনাটি ঘটে 22 জুলাই ৷ শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রী'কে মারধর করছিলেন পেশায় রাজমিস্ত্রী প্রভাস মাহাতো। প্রাণ বাঁচাতে স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেলে ওই ব্যক্তির রাগ গিয়ে পড়ে তার সন্তানদের উপর। তার তিন মেয়ে ও এক শিশু পুত্রকে মারধর করে সে । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মধুমিতা মাহাতো (7) ৷ ঝাড়খন্ডের রাঁচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় জয়দেব মাহাতো (3) এবং সোমবার রাতে মারা যায় অর্পিতা মাহাতো (8) । হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরের আশা মাহাতো ৷ অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ । নির্মম এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

আরও পডু়ন:স্ত্রী'র উপর রাগ করে চার সন্তানকে বেধড়ক মার বাবার, মৃত্যু মেয়ের

প্রভাসের ভাই রাজেন মাহাতো জানান, কর্মসূত্রে তিনি টাটাতে থাকেন ৷ তিনি ফোনে খবর পান যে তাঁর দাদা বাচ্চাদের মারধর করছে ৷ খবর পেয়েই তিনি বাড়ি ফিরে আসেন ৷ ইতিমধ্যেই অভিযুক্তের শ্যালকের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ ৷ এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের তল্লাশি শুরু করে পুলিশ ৷ বুধবার তাকে গ্রেফতার করে, বৃহস্পতিবার আদালতে তোলে ৷

ABOUT THE AUTHOR

...view details