পুরুলিয়া, 16 জুলাই:পুরুলিয়া বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় শুক্রবার তিন জনকে গ্রেফতার করে সিআইডি ও পুলিশ ৷ শনিবার তাদের আদালতে তোলে হলে তিন অভিযুক্ত মাণ্ডিল বিভলোর, মনয় বেদ এবং দীনেশ পাশিকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সংশোধনাগারে ধৃতদের টিআই প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন বিচারক । জানা গিয়েছে মাণ্ডিল ও মনয় দুই ভাই (Father And Son Murder)। তাদের বাড়ি ধানবাদে।
অভিযুক্তদের লোকেশন দেখে তাদের চিহ্নিত করে শুক্রবার চিত্তরঞ্জন এলাকার ঝাড়খণ্ড লাগোয়া চুরুলিয়া এলাকায় তল্লাশি চালায় সিআইডি ও পুরুলিয়া জেলা পুলিশ ৷ তখনই গ্রেফতার করা হয় তিনজনকে। খুনের দিন জাতীয় সড়কে টোল প্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল এই তিনজনকে। তারপরই চলে যৌথ তদন্ত ৷