পুরুলিয়া, 19 অগাস্ট : টিকটকে ভিডিয়ো তৈরির নেশা ফের প্রাণ কাড়ল এক কিশোরের । গতকাল টিকটকে ভিডিয়ো করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নুর আনসারি নামে এক কিশোরের মৃত্যু হয় ৷ আহত হয়েছে তার বন্ধু সাদাফ আলম ৷ ঘটনাটি পুরুলিয়ার । যদিও ভিডিয়ো করতে গিয়ে দুর্ঘটনায় নুরের মৃত্যু হয়েছে বলে মানছে না তার পরিবার ৷ তদন্তের দাবি তুলেছে তারা ৷ আজ সদর থানায় নুরের তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার বাবা মহম্মদ রফিক ৷
সত্যি কি ভিডিয়ো তৈরি করতে গিয়ে দুর্ঘটনায় নুরের মৃত্যু হয়েছে ? না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ ৷ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আজ ETV ভারতের প্রতিনিধি ঘটনাস্থানে যান ৷
গতকাল শ্যামলী বাউরি নামে এক মহিলা চার কিশোরকে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ৷ কিশোরদের মধ্যে ছিল নুর ৷ শ্যামলী বারংবার কিশোরদের সতর্ক করা সত্ত্বেও তারা লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিয়ো রেকর্ড করছিল ৷ সেই সময় একটি ট্রেন দ্রুত গতিতে আসছিল ৷ ওই কিশোরদের শ্যামলী বারবার অনুরোধ করলেও তারা কথা শোনেনি ৷ কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নুরকে ধাক্কা মারে ৷ সে ছিটকে যায় ৷ তাকে বাঁচাতে গিয়ে সাদাফ আলম নামে এক কিশোর আহত হয় ৷ এই ঘটনার পরই বাকি দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায় ৷ স্থানীয়রা নুর ও সাদাফকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ সেখানে চিকিৎসকরা নুরকে মৃত বলে ঘোষণা করে ৷ সাদাফের চিকিৎসা চলছে ৷