পুরুলিয়া, 17 জুন : গত সাড়ে তিন বছর ধরে জেলবন্দি শুভজিৎ মাহাতো ৷ 2017 সালে গাঁজা পাচাররের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে পাল্টা অভিযোগ ওঠে, পুলিশের বিরুদ্ধে ও শুভজিৎকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে ৷ তাঁর দাদা মুকুল রায়ের (Mukul Roy) ঘনিষ্ঠ হওয়ার জন্যই ভাইকে ফাঁসানো হচ্ছে বলে ৷ তাই এটা রাজনৈতিক ষড়যন্ত্র ৷ সেই সময় শুভজিতের মুক্তির দাবিতে পথে নেমেছিলেন স্থানীয়রা ৷ উত্তাল হয়েছিল পুরুলিয়ার রাজনীতি ৷ তারপর মুকুল রায়-সহ বিজেপি নেতারা এটা শাসক তৃণমূলের চক্রান্ত বলে সরব হন ৷ গত সাড়ে তিন বছর ধরে পুরুলিয়া জেলা সংশোধনাগারে (Purulia District Correctional Home) রয়েছেন শুভজিৎ ৷
2017 সালের 29 নভেম্বর পেশায় শিক্ষক শুভজিৎ মাহাতোকে গাঁজা কেসে পুলিশ গ্রেফতার করেছিল ৷ সেই সময় আদালতকে পুলিশ জানায়, পুরুলিয়ার সৈনিক স্কুলের কাছে নাকা চেকিংয়ে গাঁজা-সহ ধরা পড়েছেন তিনি ৷ তবে পাল্টা অভিযোগ, পুলিশ মিথ্যা বলছে ৷ শুভজিৎকে ফাঁসানো হয়েছে ৷ গ্রেফতারির কিছুদিন আগেই জয়পুরে সার্কেলের বাঁধডির একটি প্রাথমিক স্কুলে সদ্য চাকরিতে যোগ দেন শুভজিৎ ৷ সেদিন ভোরে পুলিশ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ বলা হয়, তাঁর স্কুলে মিড-ডে মিলের চাল-ডাল চুরি গিয়েছে ৷ তাই তাঁকে পুলিশের সঙ্গে থানায় আসতে হবে ৷ থানায় নিয়ে এসেই তাঁকে গাঁজা পাচার কাণ্ডে যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয় ৷ বলা হয়, তাঁর কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে ৷
শুভজিতের মুক্তির বিষয়ে অবশ্য আশাবাদী তাঁর বাবা সুবোধ মাহাতো ৷ তিনি জানান, মুকুল রায় সব সময়ই তাঁদের পাশে রয়েছেন ৷ নিয়মিত তাঁদের খোঁজখবরও নেন ৷ বলেন, "আমরা তো মুকুল রায়কেই জানি ৷ আমাদের ওঁর প্রতি ভরসা রয়েছে ৷ আশা করি দাদা কিছু একটা ব্যবস্থা করবেন ৷ ছেলে শীঘ্রই বাড়ি ফিরবে ৷" বন্ধু দীপক মাহাতো বলেন, "আমরা যেকোনও মূল্যে শুভজিতের মুক্তি চাই ৷"