পুরুলিয়া, 14 জানুয়ারি: ডাইনি অপবাদে ঘর ছাড়াদের বাড়ি ফেরালো পুলিশ (Suspicion Of Witchcraft) ৷ প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন পুরুলিয়ার ওই পরিবার ৷ ডাইনি অপবাদে প্রায় 3 মাস ঘর ছাড়া ছিলেন তাঁরা ৷ দিন-তিনেক আগে বাড়ি ফিরতে চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে পুরুলিয়ার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে চিঠি লেখেন ৷ সেই মতো পুলিশি সহায়তায় শুক্রবার বাড়ি ফিরেছেন তাঁরা ৷
ঘটনার সূত্রপাত হয়েছিল মাস তিনেক আগে (suspicion of witchcraft in purulia)। পরিবারের দাবি, শারীরিক অসুস্থার কারণে তাঁদের গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল । অভিযোগ, গ্রামবাসীদের একাংশ ঝাড়খণ্ডের এক ওঝার কাছে গিয়ে জানতে পারেন ওই ব্যাক্তির পরিবার ডাইনি ৷ ওই ডাইনি পরিবারের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ তাই গ্রামের একাংশ তাদের উপর 96 হাজার টাকা জরিমানা ধার্য করে গ্রাম ছাড়া করেছিলেন ৷ জমি বন্ধক রেখে 50 হাজার টাকা দিলেও, বাকি টাকা দিতে না পারেনি তাঁরা ৷ এরপরই ওই পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে এক আত্মীয় বাড়িতে যান ৷ অত্যাচারিত পরিবারটি পুলিশের দ্বারস্থ হয় শেষমেশ । পুলিশে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করলে 4 অভিযুক্তকে গ্রেফতার করলেও বর্তমানে তাঁরা জামিনে মুক্ত আছেন । তাই ভীত পরিবারটি বাড়ি ফিরতে পারছেন না বলে জানিয়েছিলেন বাড়িছাড়া ওই পরিবারের সদস্যরা।
Suspicion Of Witchcraft in Purilia: ডাইনি অপবাদে তিন মাস গ্রাম ছাড়া, পুলিশি সহায়তায় বাড়ি ফিরল পরিবার - Suspicion Of Witchcraft in Purilia
ডাইনি অপবাদে তিন মাস ধরে বাড়ি ছাড়া ছিল পুরুলিয়ার এক পরিবার (Family Member Return to Home) ৷ ছিলেন এক আত্মীয়ের বাড়িতে ৷ গ্রামে ফিরতে চেয়ে পুরুলিয়ার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে চিঠিও পাঠান তাঁরা (suspicion of witchcraft in purulia) ৷ শেষমেশ প্রশাসনের তৎপরতায় বাড়ি ফিরলেন পরিবারের সদস্যরা ।
আরও পড়ুন: ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার
এই প্রসঙ্গেই অত্যাচারিত পরিবারের এক সদস্য বলেন, "আমি বাড়ি ফিরতে ফেরে খুশি । পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই । এতদিন বাড়িতে না থাকায় বাড়ির গবাদি পশু, চাষের সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছিল, তাই প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে নির্ভয়ে বাড়ি ফিরতে পারি।" এই বিষয়ে পুরুলিয়ার যুক্তিবাদী সমিতির সম্পাদক মধুসূদন মাহাতো বলেন, "বর্তমান দিনেও যে এভাবে কাউকে ডাইনি অপবাদে বাড়ি ছাড়া করা হয় তা ভাবাই যায় না । তবে পরিবারটিকে বাড়ি ফেরানোর ক্ষেত্রে পুলিশের এই দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানাই ।" এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যন্দ্যোপাধ্য়ায় বলেন, " পরিবারটি বাড়ি ফিরতে চেয়েছিলেন তাদের নিরাপদে বাড়ি ফেরানো হয়েছে ।"