পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিন সম্প্রদায়ে প্রেম মানেনি পরিবার, আত্মহত্যা যুগলের - commit suicide

উদ্ধার এক যুবক ও কিশোরীর দেহ । পুরুলিয়ার ঘটনা । তাদের ভালোবাসা পরিবার মেনে না নেওয়ায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয় যুগল ।

আত্মঘাতী যুবক ও কিশোরী

By

Published : Jun 30, 2019, 4:50 PM IST

Updated : Jun 30, 2019, 5:14 PM IST

পুরুলিয়া, 30 জুন : আত্মঘাতী যুবক ও কিশোরী । কারণ তাদের ভালোবাসার সম্পর্ক মেনে নেয়নি পরিবার, সমাজ । পুরুলিয়ার বরাবাজার থানার মুকুন্দপুর গ্রাম ও ধার গ্রামের ঘটনা ।

আত্মঘাতী যুবকের নাম বিজয় গরাই (23) । বাড়ি বরাবাজার থানার মুকুন্দপুর গ্রামে । কিশোরীর নাম মঙ্গলা সিং সর্দার (17) । মুকুন্দপুরের পাশে ধার গ্রামের বাসিন্দা । বেশ কয়েকমাস ধরে বিজয়ের সঙ্গে মঙ্গলার প্রেম ছিল । দু'জনে বাড়িতেও জানিয়েছিল । কিন্তু, ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় পরিবার মেনে নিতে চায়নি । এরপরই তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ।

আজ সকালে বিজয়ের বাড়ির লোক তাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে । সাড়া না মেলায় সন্দেহ হয় । সঙ্গে সঙ্গে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে বিজয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় তারা । অন্যদিকে ধার গ্রামে নিজের বাড়িতেই আত্মঘাতী হয় মঙ্গলাও । ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার ।

খবর পেয়ে পুলিশ ওই যুবক ও কিশোরীর বাড়ি যায় । দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় । বিজয়ের রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে । তদন্তের স্বার্থে বিজয় ও মঙ্গলার মোবাইল ফোনও নিজের সঙ্গে নিয়ে যায় পুলিশ ।

Last Updated : Jun 30, 2019, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details