পুরুলিয়া, 17 জুলাই : হিউম্যান রাইটস কাউন্সিলের ভুয়ো অফিস খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক । পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ঘটনা । ধৃতদের নাম রাতুল সরকার ও স্বপন ধীবর । রাতুলের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর থানার বড়রাতে এবং স্বপনের বাড়ি কুলটির সোদপুর এলাকায় ।
না যায়, পুরুলিয়ার রঘুনাথপুর শহরে একটি বেসরকারি লজে সম্প্রতি "হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া" নামে একটি ভুয়ো অফিস খুলে প্রতারণার কাজ শুরু করেছিল বেশ কয়েকজন যুবক । যার প্রোজেক্ট ডিরেক্টর মূল অভিযুক্ত অভিষেক রায় । এই চক্রান্তে পা দেয় এলাকার বেশ কয়েকজন যুবক । পরে এই প্রতারণা চক্রের সন্দেহ হতেই পুরুলিয়ার সাঁওতালডিহি থানা এলাকার বাসিন্দা অমিত কুমার সরকার রঘুনাথপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ।