পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যক্ষেত্রে 18 জেলাতে 797 পদে কর্মখালি, কর্তৃপক্ষ বলছে "জানা নেই" - কর্মখালির বিজ্ঞপ্তি ভুয়ো

কয়েকদিন ধরে অনলাইনে একটি চাকরি বিজ্ঞপ্তি বিভ্রান্তি তৈরি করেছে চাকরিপ্রার্থীদের মধ্যে ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুলিয়া নয় বাঁকুড়া, দুই মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার সহ রাজ্যের 18টি জেলাতে মোট 797 পদে কর্মখালি রয়েছে৷ পরে খোঁজ নিয়ে দেখা যায়, বিজ্ঞপ্তিটি ভুয়ো ৷

চাকরিপ্রার্থী

By

Published : Aug 3, 2019, 11:16 AM IST

Updated : Aug 3, 2019, 3:28 PM IST

পুরুলিয়া, 3 অগাস্ট : অনলাইনে সরকারি চাকরির বিজ্ঞপ্তি ৷ পুরুলিয়া মেডিকেল কলেজে না কি 48টি পদে কর্মখালি ৷ তবে বিজ্ঞপ্তিতে কোনও টেন্ডার নম্বর ছিল না ৷ কোন দপ্তর থেকে প্রকাশিত তাও উল্লেখ ছিল না ৷ তবে খবরটি পাওয়ার পর কয়েকজন চাকরিপ্রার্থী নেতাদের সঙ্গেও যোগাযোগ শুরু করে দেন, যদি একটি চাকরি পাওয়া যায় ৷ কিন্তু আসল জায়গায় উপস্থিত হলে জানা যায়, কর্মখালির বিজ্ঞপ্তি ভুয়ো ৷ বিষয়টি পরিষ্কার করে জানতে চাকরিপ্রার্থীরা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জির কাছে গিয়ে উপস্থিত হন ৷ জানা যায়, পুরুলিয়া মেডিকলের কাছেই এবিষয়ে কোনও খবর নেই ৷

গত কয়েকদিন ধরে অনলাইনে স্বাস্থ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তি দেখতে পায় পুরুলিয়ার চাকরিপ্রার্থীরা ৷ বিজ্ঞপ্তিতে মেডিকেল কলেজের 48টি পদে কর্মখালির কথা বলা ছিল ৷ শুধুমাত্র পুরুলিয়া নয় বাঁকুড়া, দুই মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার সহ রাজ্যের 18টি জেলাতে মোট 797 পদে কর্মখালির বিজ্ঞাপন রয়েছে ওই অনলাইন ফর্মে ৷ তবে সেখানে কোনও টেন্ডার নম্বর বা কোন দপ্তরের তার উল্লেখ ছিল না ৷ এরপর পুরো বিষয়টি বিষদে জানতে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জির দ্বারস্থ হন তাঁরা ৷ যদিও তাঁদরে কাছ থেকেই বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত হন সভাধিপতি ৷ তিনি বলেন, "পুরুলিয়া মেডিকেল কলেজে এমন কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে আমার কাছে খবর নেই ৷ তবে চাকরিপ্রার্থীরা অফিসে এসে ভিড় জমাচ্ছেন ৷ কিন্তু ওই আবেদনপত্রে কোনও সরকারি লোগো নেই, টেন্ডার নম্বর নেই, কোন দপ্তরের তাও উল্লেখ নেই ৷ আমি জেলা সভাধিপতি আমরা কাছেই এবিষয়ে কোনও খবর নেই ৷" ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ৷

ভিডিয়োয় শুনুন জেলা সভাধিপতির বক্তব্য

অন্যদিকে চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, সাইবার ক্যাফেগুলিতে এই কর্মখালির বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে ৷ সেখান থেকে সংগ্রহ করেই তাঁরা আবেদন জানাচ্ছিলেন ৷ এক চাকরিপ্রার্থী বলেন, ভেবেছিলাম চাকরি পাওয়া যাবে ৷ কিন্তু সভাধিপতির কাছে আসার পর মনে হচ্ছে সবটাই ভুয়ো ৷"

ভুয়ো চাকরির বিজ্ঞপ্তি

এবিষয়ে জানতে চেয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে ফোনে ধরার চেষ্টা করা হলেও, পাওয়া যায়নি ৷

Last Updated : Aug 3, 2019, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details