পুরুলিয়া, 11 এপ্রিল : তাণ্ডব চালিয়ে গ্রামের কয়েকটি কাঁচাবাড়ি ভেঙে দিল বুনো হাতির দল । আজ ভোররাতে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানা এলাকার অযোধ্যা পাহাড় সংলগ্ন একড়া গ্রামে ঢোকে হাতির দলটি l কাঁচাবাড়ি ভাঙার পাশাপাশি বাড়িতে মজুত থাকা ধানও ও সবজিও নষ্ট করে দেয়। সকাল হতেই আবার অযোধ্যা পাহাড়ের জঙ্গলে চলে যায় হাতিগুলি ।
বাঘমুণ্ডিতে বুনো হাতির তাণ্ডব, ভাঙল কয়েকটি কাঁচাবাড়ি - ajodhya hill
বুনো হাতির তাণ্ডবে ভেঙে গিয়েছে গ্রামের কয়েকটি কাঁচাবাড়ি । এমনকী বাড়িতে মজুত থাকা ধানও ও সবজি নষ্ট করে দেয় হাতির ওই দলটি l সকাল হতেই আবার অযোধ্যা পাহাড়ের জঙ্গলে চলে যায় তারা ।
ছবি
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির দলটি ঢুকলে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান গ্রামবাসী l তাণ্ডব চালায় হাতিগুলি । ভেঙে দেয় বেশ কয়েকটি কাঁচাবাড়ি l
ঘটনার পর গ্রামবাসী বনবিভাগের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন l বনবিভাগ থেকে জানানো হয়েছে, হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লাখ টাকা l হিসেবে করে ক্ষতিপূরণ দেওয়া হবে l এছাড়াও হাতির গতিবিধি লক্ষ্য রাখতে হুলা পার্টি ও বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন l