পুরুলিয়া, 15 এপ্রিল : বাংলা নববর্ষের সকালে সবজি বাজারে প্রচার সারলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাত। পুরুলিয়ায় 19 মে সপ্তম দফায় লোকসভা ভোট।
নববর্ষে শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থীর - বাংলা নববর্ষ
বাংলা নববর্ষের সকালে সবজি বাজারে গিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাত। তিনি আজ বড়হাটে লক্ষ্মী পুজো দেন। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের নতুন বছরের শুভেচ্ছা জানান।
আজ সকালে মৃগাঙ্কবাবু পুরুলিয়া বড়হাট চত্বরে মা লক্ষ্মীর পুজো দেন। তারপর সেখানে সবজি বিক্রেতা ও ক্রেতাদের নববর্ষের শুভেচ্ছা জানান।
প্রার্থী বলেন, "আজ বাংলা নববর্ষ। বড়হাটে চাষি ও সবজি বিক্রেতাদের শুভেচ্ছা জানালাম। আগামীদিনে পুরুলিয়ায় যাতে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বজায় থাকে তাই বড়হাটে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলাম। মানুষের কাছে আবেদন জানালাম, তারা যেন তৃণমূল কংগ্রেসে ভোট দেন, দিদিকে ভোট দেন ও উন্নয়নের পক্ষে ভোট দেন। এই প্রচারে সকল মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেলাম। গ্রাম ও শহরের মানুষ আশীর্বাদ করলেন।"