পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নববর্ষে শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থীর - বাংলা নববর্ষ

বাংলা নববর্ষের সকালে সবজি বাজারে গিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাত। তিনি আজ বড়হাটে লক্ষ্মী পুজো দেন। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের নতুন বছরের শুভেচ্ছা জানান।

By

Published : Apr 15, 2019, 2:38 PM IST

Updated : Apr 15, 2019, 3:47 PM IST

পুরুলিয়া, 15 এপ্রিল : বাংলা নববর্ষের সকালে সবজি বাজারে প্রচার সারলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাত। পুরুলিয়ায় 19 মে সপ্তম দফায় লোকসভা ভোট।

আজ সকালে মৃগাঙ্কবাবু পুরুলিয়া বড়হাট চত্বরে মা লক্ষ্মীর পুজো দেন। তারপর সেখানে সবজি বিক্রেতা ও ক্রেতাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

দেখুন ভিডিয়ো

প্রার্থী বলেন, "আজ বাংলা নববর্ষ। বড়হাটে চাষি ও সবজি বিক্রেতাদের শুভেচ্ছা জানালাম। আগামীদিনে পুরুলিয়ায় যাতে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বজায় থাকে তাই বড়হাটে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলাম। মানুষের কাছে আবেদন জানালাম, তারা যেন তৃণমূল কংগ্রেসে ভোট দেন, দিদিকে ভোট দেন ও উন্নয়নের পক্ষে ভোট দেন। এই প্রচারে সকল মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেলাম। গ্রাম ও শহরের মানুষ আশীর্বাদ করলেন।"

Last Updated : Apr 15, 2019, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details