পুরুলিয়া, 13 জানুয়ারি: বান্দোয়ানে গুলিবিদ্ধ হলেন ডিওয়াইএফআই নেতা কৃষ্ণপদ টুডু (DYFI leader shot in Purulia)। শুক্রবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বান্দোয়ানে কুচিয়া দলীয় কার্যালয় থেকে মা কপালি গ্রামে ফিরছিলেন তিনি ৷ সেই সময় একটি মোটর সাইকেলে কয়েকজন এসে কৃষ্ণপদ টুডুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । বাঁ-হাতে দুটো এবং ডান হাতের নীচে একটি গুলি লাগায় ঘটনাস্থলে পড়ে যান তিনি । এরপরে খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদ টুডুকে স্থানীয় বান্দোয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ৷ পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায় হয়।
তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই এই গুলিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় বলে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রও । দুষ্কৃতীরা গ্রেফতার হলেও ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা । মোতায়েন করা হয়েছে পুলিশ । ধৃত তিন জনকে আগামিকাল অর্থাৎ শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।