পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় রাজস্থান ! চমক দুবেশ্বরী কোলিয়ারির পুজোয়

আজ মহাসপ্তমী ৷ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে দুর্গাপূজা ৷ সেক্ষেত্রে বাদ পড়েনি পুরুলিয়াও ৷ নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন দুর্গাপূজা এই জেলার অন্যতম বড় পুজো ৷ রাজস্থানের মন্দির থিমের জন্য এইবার পুজোটি নজর কেড়েছে জেলার মানুষের ৷

purulia

By

Published : Oct 5, 2019, 7:47 PM IST

পুরুলিয়া , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে দুর্গাপূজা ৷ সেক্ষেত্রে বাদ পড়েনি পুরুলিয়াও ৷ নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন দুর্গাপূজা এই জেলার অন্যতম বড় পুজো ৷ রাজস্থানের মন্দির থিমের জন্য এইবার পুজোটি নজর কেড়েছে জেলার মানুষের ৷

মণ্ডপটি তৈরি করা হয়েছে রাজস্থানের রায়পুরের আদি লক্ষ্মী-নারায়ণের মন্দিরের আদলে ৷ মণ্ডপের ভিতরটি সাজানো রয়েছে বিভিন্ন দেব-দেবীর মূর্তি দিয়ে ৷ পুজো উদ্যোক্তারা জানান, 65-70 লক্ষ টাকার বাজেট রয়েছে মণ্ডপটির জন্য ৷ এছাড়াও তাঁদের বক্তব্য ,'' চতুর্থী থেকেই প্রচুর ভিড়ে হয়েছে মণ্ডপে ৷ দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ''

নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীনের পূজা মণ্ডপ

দর্শনার্থী ঐশিকা বড়ুয়া বলেন ," আমি চিত্তরঞ্জনের বাসিন্দা ৷ অনেক দূর থেকে এখানে এসেছি ৷ মণ্ডপটি দেখে আমার এখানে আসা সার্থক বলে মনে হচ্ছ ৷ মন ভরে গেছে ৷ খুব সুন্দর হয়েছে পুরো মণ্ডপটি ৷ "

ABOUT THE AUTHOR

...view details